Posts

Showing posts from March, 2018

এন্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য ৮ টি টিপস...?

এন্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য ৮ টি টিপস এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বর্তমান সময়ের সবচেয়ে জনপ্রিয় একটি সিস্টেম। এন্ড্রয়েড অপেরটিং সিস্টেমে চলে এমন স্মার্টফোনের কদর গ্রাহকদের মাঝে সবচেয়ে বেশি। তবে ব্যবহারের পাশাপাশি একে নিরাপদ রাখাটাও অনেক জরুরী। চলুন জেনে নেয়া যাক কি কি উপায়ে আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইসের নিরাপত্তা নিশ্চিত করতে পারবেন। এন্ড্রয়েড যেভাবে আমাদের বিভিন্ন স্মার্ট অ্যাপ এর সাহায্যে দৈনিক বিভিন্ন কাজ এবং বিনোদনের কাজে সাহায্য করছে ঠিক সেভাবেই বিভিন্ন অপরিচিত অ্যাপ ব্যবহার বা ইন্সটল করার ফলে আপনার এন্ড্রয়েড ডিভাইসে নানান ক্ষতিকর ভাইরাসের অনুপ্রবেশ ঘটতে পারে। এসব ভাইরাস থেকে রক্ষা পেতে হলে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে, চলুন একে একে জেনেনেই। ১) স্ক্রিন লক কাজ শেষে আপনার স্মার্টফোনের স্ক্রিন অবশ্যই লক রাখবেন। এন্ড্রয়েড ডিভাইসের ক্ষেত্রে স্ক্রিন লক হচ্ছে একদম প্রাথমিক নিরাপত্তা ব্যবস্থা। আপনার স্মার্টফোন অনেকের হাতেই যেতে পারে। এক্ষেত্রে কেউ বুঝে ব্যবহার করতে পারে আবার কেউ না বুঝে। এতে স্মার্টফোনের নানান জটিলতা দেখা দিতে পারে। হয়তো আপনি এক ভাবে কাস্টোমাইজ করে রেখেছেন আপনার স

ঘুমানোর সময় মোবাইল কাছে রাখলে যে ক্ষতি হয়...?

ঘুমানোর সময় মোবাইল কাছে রাখলে যে ক্ষতি হয় অনেকেই ঘুমানোর সময় মোবাইল ফোন বন্ধ করেন না৷ অ্যালার্ম দিয়ে ফোনকে বালিশের নিচে বা পাশে রাখার অভ্যাস রয়েছে অনেকের৷ অনেকেই আবার ঘুমানোর সময় মোবাইল ফোনটি সঙ্গী করে ঘুমান। যারা এ কাজ করেন তারা ঘুমানোর আগে বালিশের পাশে কিংবা বিছানার ওপর না রেখে কিছু দূরে কোনো কিছুর ওপরে ফোনটি রাখুন। এতে ফোনের রেডিয়েশন থেকে ঘুম নষ্ট হবে না। যখন অ্যালার্ম বাজবে তখন আপনাকে উঠে গিয়ে ফোন বন্ধ করতে হবে। তাই অলসতা সহজেই কেটে যাবে। মোবাইল ফোন বালিশের পাশে না রেখে কিছুটা দূরে সরিয়ে রাখলে ঘুম ভালো হয়। বালিশের পাশে বা নিচে পড়ে থাকা ফোনটিতে কল এলে আচমকা ঘুম ভেঙে যায়। বিছানায় ফোন সঙ্গী করে ঘুমানোর এই অস্বাস্থ্যকর অভ্যাসটি থেকে মুক্তি পেতে এবং শান্তিমতো ঘুমাতে বেশকিছু পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশ্লেষকরা। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যারা ফোন পাশে রেখে ঘুমান, আগে সেটা বন্ধ করতে হবে। ফোন থেকে নীল রঙের যে আলো নির্গত হয় তা মস্তিষ্ককে জাগিয়ে রাখে বলে ঘুম নষ্ট হয়। যদিও কম্পিউটার, ল্যাপটপ বা ট্যাব থেকেও এ ধরনের আলো নির্গত হয় কিন্তু ঘুমানোর আগে আপনার ছোট স্মার্টফোনটির ব্য

নষ্ট মেমরি ঠিক করার উপায়...?

নষ্ট মেমরি ঠিক করার উপায় বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে মেমরি কার্ড একটি গুরুত্বপূর্ণ উপাদান। এটার মধ্যে আপনি রাখতে পারেন গুরুত্বপূর্ণ সব ডাটা। এছাড়াও জীবনের সৃত্মি চিহ্নিত কিছু ছবি আমরা আমদের মোবাইলের মেমরি কার্ডের মধ্যেই রাখি। তথ্য আদান প্রদান করার সময় ফোনের মেমোরি কার্ড হঠাৎ.খুলে নেওয়া হলে বা কোনো ভাবে সংযোগ বিছিন্ন হলে সেটি ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে যায়। ফলে আপনি পরেন মহাবিপাকে। অবশেষে আপনার প্রয়োজনীয় কিছু ডকুমেন্ট হারিয়ে আপনি হতাশায় ভোগেন। নানান ভাবে এমন অকেজো মেমোরি কার্ড সচল করা গেলেও সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত অথবা বাহ্যিকভাবে নষ্ট মেমরি কার্ডকে ঠিক করা কঠিন। তারপও আধুনিক কম্পউটারের যুগে সবই সম্ভব। এবার আপনাদের জানাবো কিভাবে নষ্ট মেররি কার্ড ঠিক করবেন। ডেটা রিকভারি সফটওয়্যার ব্যবহার করতে হবে: মেমোরি কার্ডের তথ্য দেখা যাচ্ছে, কিন্তু সেটি ব্যবহার করা যাচ্ছে না। এ ক্ষেত্রে ডেটা উপস্থিত থাকে কিন্তু কম্পিউটার বা অন্য যন্ত্র সেটিকে পড়তে (রিড) পারে না। এক্ষেত্রে সবাই ভাবে যে মেমোরি কার্ডটি বোধহয় নষ্ট হয়ে গেছে। কিন্তু না, এমন অবস্থা থেকেরিকভারি সফটওয়্যার মেমোরি কার্ডটাকে ফিরিয়ে আনতে

মোবাইল ব্যাবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম...?

মোবাইল ব্যাবহারের কিছু গুরুত্বপূর্ণ নিয়ম ...! চার্জের সময় কথা না বলা – আমাদের অনেককেই দেখা যায় মোবাইল ফোন চার্জে দিয়ে কথা বলতে থাকি। আবার অনেকেই চার্জারের লাইন মোবাইল ফোন লাগিয়ে দারিয়ে দারিয়ে ফেসবুক ব্যাবহার করতে থাকি। এটি মোটেও উচিত নয়। মোবাইল ফোন বিস্ফোরণের অন্যতম কারন এটি। অবেবহারিত আপ্পস আনইন্সটল করে দিন – আজ কাল মোবাইল ফোনের আপ্পস ধারন ক্ষমতা অনেক বেশি। সেই সুবাদে আমরা সবাই ইচ্ছা মত আপ্পস ইন্সটল করে রাখি মোবাইলে। যার মধ্যে কিছু কিছু দরকারি , বাকি গুলো বিনাকারনেই রাখি। এতে করে আপনার ব্যাটারির চার্জ খুব দ্রুত ফুরিয়ে যায়। এই কাজ থেকে বিরত থাকুন। কথা বলার জন্য মোবাইল ফোনটিকে বাম কানে ধরুন – আমাদের মস্তিস্ক অনেক স্পর্শকাতর একটি অঙ্গ। বিজ্ঞানিরা বিভন্ন গবেষণার কারনে মোবাইল ফোনে কথা বলার জন্য ডান কান ব্যাবহার করতে মানা করেছেন। মোবাইলের সিগন্যাল বারে হাত না রাখা – আমরা অনেকেই কথা বলার সময় অভ্যাস গত কারনে একটা আঙ্গুল সিগন্যাল বারের উপরে রাখি। সাধারনত মোবাইল ফোনগুলোর পিছনের দিকে উপরের অংশে সিগন্যালবার অবস্থান করে। আমরা কথা বলার সময় ওই অংশে আঙ্গুল রাখা আমাদের সিগন্যালবার কে ক্রমশ দুর্বল

নতুন অ্যান্ড্রয়েড কেনার পর ১৫টি জিনিস যা জানা প্রয়োজন...!

নতুন অ্যান্ড্রয়েড কেনার পর ১৫টি জিনিস যা জানা প্রয়োজন ...! অ্যান্ড্রয়েড ফোন আমাদের অনেকের কাছেই স্বপ্নের মতো। বিশ্বে প্রযুক্তির দ্রুত এগিয়ে চলার অন্যতম উদাহরণ এই স্মার্টফোন। কী নেই এতে? জিপিএস-এর মাধ্যমে নিজের অবস্থান দেখা, ছবি তোলার মাধ্যমে ফেসবুকে শেয়ার করা, জনপ্রিয় সব সেবার অ্যাপ্লিকেশন ব্যবহার করা কিংবা হাই-ডেফিনিশন গেম খেলা। এ সবই সম্ভব অ্যান্ড্রয়েড ডিভাইসে। কিন্তু নতুন অ্যান্ড্রয়েড ফোন হাতে পাবার পর অনেকেই ঠিক বুঝে উঠতে পারেন না কীভাবে কী করবেন। তাই আপনি যদি নতুন অ্যান্ড্রয়েড ফোন কিনে থাকেন, তাহলে এই পোস্ট আপনারই জন্য। এখানে আমরা জানাচ্ছি যে ১৫টি বিষয় অ্যান্ড্রয়েড কেনার পর আপনার জানা প্রয়োজন। গুগল অ্যাকাউন্ট প্রতিটি অ্যান্ড্রয়েড ডিভাইসের প্রধান করণীয় হচ্ছে গুগল অ্যাকাউন্ট যোগ করা। আপনি গুগল অ্যাকাউন্ট যোগ করতে বাধ্য নন। তবে গুগল অ্যাকাউন্ট সেট আপ না করলে আপনি অ্যান্ড্রয়েডের আসল অভিজ্ঞতা থেকে বঞ্চিত হবেন। তাই আপনার জিমেইল/গুগল অ্যাকাউন্টটি প্রথমেই যোগ করে নিতে ভুলবেন না। গুগল সার্ভারে ব্যাকআপ প্রতিটি অ্যান্ড্রয়েড ফোনের বেসিক সেটিংসগুলো বিনামূল্যেই গুগলের

এক নজরে গ্রামীনফোন, বাংলালিংক, রবি ও টেলিটক এর বেশ কিছু শর্টকাট কোড...!

এক নজরে গ্রামীনফোন, বাংলালিংক, রবি ও টেলিটক এর বেশ কিছু শর্টকাট কোড Grameen Phone Balance Check : *566# Show SIM Number : *2# Package Check : *111*7*2# Minute Check : *566*24# , *566*20# SMS Check : *566*2# MMS Check : *566*14# Data (MB) Check : *566*10# , *567# Call Me Back : *123*Number# Net Setting Request : *111*6*2# Miss Call Alert (On) : type START MCA & Send to 6222 Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222 Banglalink Balance Check : *124# Show SIM Number : *511# Package Check : *125# Minute Check : *124*2# SMS Check : *124*3# MMS Check : *124*2# Data (MB) Check : *124*5# , *222*3# Call Me Back : *126*Number# Net Setting Request : Type ALL & Sent to 3343 Miss Call Alert (On) : Type START & Send to 622 Miss Call Alert (Off) : Type STOP & Send to 622 Robi Balance Check : *222# Show SIM Number : *140*2*4# Package Check : *140*14# Minute Check : *222*3# SMS Check : *222*11# MMS Check : *222*13# Data (MB) Check : *222*81#

গুগল প্লে স্টোরের সকল সমস্যার সমাধান...?

গুগল প্লে স্টোরের সকল সমস্যার সমাধান সমস্যা কোডঃ ডিএফ বিপিএ ০৯ সমস্যাঃ প্লে স্টোর থেকে কোনো অ্যাপস কিংবা গেইম কিংতে পারছেন না অথবা "Error Processing Purchase" বার্তা প্রদর্শন করছে । সমাধানঃ এই সমস্যার সৃষ্টি হলে ক্লে স্টোর থেকে কোনো অ্যাপস বা গেমস ডাউনলোড করা যায়না এবং অনেক সময় দেখা যায় বারবার চেশ্টা করার পরও ডাউনলোড করা সম্ভব হয়না । গুগলের হেল্পলাইনে এ সম্পর্কিত কোনো প্রশ্ন জিগ্ঞাসা করলে তারা অনেকটা রোবটের মতো জবাব দেয়, "we’re hoping it will be fixed in the near future." এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আপনাকে সেটিংস এ যেতে হবে হবে এবং তারপর- • Apps Manager কিংবা Applications অপশনে যান । • অল কলাম Swip করুন । • এখন নিচের দিকে স্ক্রল করে ‘’Google Services Framework’’ প্রগ্রামটি খুজে বের করুন এবং ক্লিয়ার ডাটাতে ক্লিক করুন । আশা করি সমাধান হয়ে যাবে । তার পরও যদি কাজ না করে তবে উক্ত প্রগ্রামটি আপডেট করুন । সমস্যা কোডঃ ইরর ৪৯৫ । সমস্যাঃ প্লে স্টোরের সাহায্যে কোনো অ্যাপস ডাউনলোড কিংবা আপডেট করা যায়না । সমাধানঃ • গুগল প্লে স্টোর অ্যাপসটির ডাটা ডিলিট করুন ।এজন

যেকোনো সিম দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলুন একদম ফ্রি...?

যেকোনো সিম দিয়ে কাস্টমার কেয়ারে কথা বলুন একদম ফ্রি অনেক সময় আমরা গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে হলে অনেক সময় wait করতে হয় এবং আর আপনার অনেক balance শেষ করে ফেলে। আপনি ফ্রী গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি ও এয়ারটেল এর "Customer Care Executive" এর সাথে কথা বলতে পারবেন। আর সেই নাম্বারটি হল ১৫৮! 1. প্রথমে গ্রামীনফোন, বাংলালিঙ্ক, রবি অথবা এয়ারটেল সিম থেকে ১৫৮ নাম্বারে কল করুন। 2.তারপর ভাষা Select করুন। 3.তারপর আপনার অভিযোগ Select করুন। 4.অতপর আপনার কাছে একটি Messages আসবে এবং পরবতী ২৪ ঘন্টার মাঝে আপনাকে Customer Care থেকে আপনাকে call দিবে।

গুগল প্লে স্টোরের সকল সমস্যার সমাধান...?

গুগল প্লে স্টোরের সকল সমস্যার সমাধান সমস্যা কোডঃ ডিএফ বিপিএ ০৯ সমস্যাঃ প্লে স্টোর থেকে কোনো অ্যাপস কিংবা গেইম কিংতে পারছেন না অথবা "Error Processing Purchase" বার্তা প্রদর্শন করছে । সমাধানঃ এই সমস্যার সৃষ্টি হলে ক্লে স্টোর থেকে কোনো অ্যাপস বা গেমস ডাউনলোড করা যায়না এবং অনেক সময় দেখা যায় বারবার চেশ্টা করার পরও ডাউনলোড করা সম্ভব হয়না । গুগলের হেল্পলাইনে এ সম্পর্কিত কোনো প্রশ্ন জিগ্ঞাসা করলে তারা অনেকটা রোবটের মতো জবাব দেয়, "we’re hoping it will be fixed in the near future." এই সমস্যা সমাধানের জন্য প্রথমে আপনাকে সেটিংস এ যেতে হবে হবে এবং তারপর- • Apps Manager কিংবা Applications অপশনে যান । • অল কলাম Swip করুন । • এখন নিচের দিকে স্ক্রল করে ‘’Google Services Framework’’ প্রগ্রামটি খুজে বের করুন এবং ক্লিয়ার ডাটাতে ক্লিক করুন । আশা করি সমাধান হয়ে যাবে । তার পরও যদি কাজ না করে তবে উক্ত প্রগ্রামটি আপডেট করুন । সমস্যা কোডঃ ইরর ৪৯৫ । সমস্যাঃ প্লে স্টোরের সাহায্যে কোনো অ্যাপস ডাউনলোড কিংবা আপডেট করা যায়না । সমাধানঃ • গুগল প্লে স্টোর অ্যাপসটির ডাটা ডিলিট করুন ।এজন