গাড়ি আনলক করুন মোবাইল দিয়ে।

মোবাইল দিয়ে গাড়ি আনলক করা
আপনার গাড়িতে যদি রিমোর্ট কন্ট্রোলড লক সিস্টেম থেকে থাকে এবং ধরুন কোন একদিন ভুল করে চাবিটি গাড়ির ভেতরে রেখে দরজা লক করে দিলেন এবং অন্য কোণ উপায়েও খোলার সিস্টেম নেই তখন মোবাইল দিয়ে সেটি আনলক করতে পারবেন।
আর সেজন্য অবশ্যই আরেকটি রিমোর্ট কন্ট্রোলড চাবি থাকতে হবে কিন্তু সেটি আপনার হাতে না থাকলেও চলবে। ধরুন ২য় চাবিটি বাড়িতে আছে, তাহলে বাড়িতে কাউকে ফোন করুন এবং মোবাইল টি গাড়ির ডোর লক এর এক ফুট পরিমান দুরত্তে ধরে রাখুন এবার ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তিকে বলুন মোবাইলের কাছে ধরে আপনার রিমোর্ট চাবিটির আনলক বাটন চাপতে।

আশা করি কাজ হয়ে যাবে। চেষ্টা করে দেখুন।

Comments

Popular posts from this blog

এন্ড্রয়েড ফোনের নিরাপত্তার জন্য ৮ টি টিপস...?

মোবাইলের লক খোলার কার্যকরী ৫টি উপায়

ঘুমানোর সময় মোবাইল কাছে রাখলে যে ক্ষতি হয়...?